হোম > সারা দেশ > ঢাকা

যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুক প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে সাফাই গাইছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আজে শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্য নেতারা যৌতুকের সমর্থনে কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিয়ের সময় স্ত্রীধন হিসেবে এই সম্পদ দেওয়া হয়। তাই সরকার আইন করে যৌতুক প্রথা নিষিদ্ধ করলেও আমরা বিপক্ষে। আমরা চাই যৌতুক প্রথা টিকে থাক।’ এ সময় তাঁকে সমর্থন করে যৌতুককে স্ত্রীধন হিসেবে উল্লেখ করে তা টিকিয়ে রাখার পক্ষে কথা বলেন বাংলাদেশ হিন্দু মহিলা জোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের নারী অধিকার কর্মী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে বিষোদ্‌গার করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে, কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে চলে আসা সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করছে। ১০ হাজার বছরের পুরোনো এই হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে একটি চক্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীসহ সংগঠনের নেতারা।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১