হোম > সারা দেশ > ঢাকা

যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুক প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে সাফাই গাইছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আজে শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্য নেতারা যৌতুকের সমর্থনে কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিয়ের সময় স্ত্রীধন হিসেবে এই সম্পদ দেওয়া হয়। তাই সরকার আইন করে যৌতুক প্রথা নিষিদ্ধ করলেও আমরা বিপক্ষে। আমরা চাই যৌতুক প্রথা টিকে থাক।’ এ সময় তাঁকে সমর্থন করে যৌতুককে স্ত্রীধন হিসেবে উল্লেখ করে তা টিকিয়ে রাখার পক্ষে কথা বলেন বাংলাদেশ হিন্দু মহিলা জোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের নারী অধিকার কর্মী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে বিষোদ্‌গার করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে, কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে চলে আসা সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করছে। ১০ হাজার বছরের পুরোনো এই হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে একটি চক্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীসহ সংগঠনের নেতারা।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির