হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৩ যাত্রী

প্রতিবেদক, ঢামেক

রাজধানীর শেরেবাংলা নগর ন্যাম ভবনের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশা আরোহী তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী এমএ হাসান জানান, ন্যাম ভবনের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারকে ওভারটেক করছিল রিকশাটি। এ সময় সামনের দিক থেকে আসা আরেকটি সাদা রঙের প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন রিকশাচালক ও রিকশার তিন আরোহী। 

হাসান আরও জানান, দেখতে পেয়ে গুরুতর অবস্থায় রিকশাচালককে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আর অন্য পথচারীরা রিকশার আরোহীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাদের কী অবস্থা জানা যায়নি। 

শেরেবাংলানগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, ন্যাম ভবনের সামনের সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক ঢাকা মেডিকেলে মারা গেছেন। রিকশা আরোহী আরও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। সে বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

রিকশাচালকের সঙ্গে থাকা সেলফোনে কল করা হলে তাঁর স্ত্রীর বড় ভাই হাফেজ আব্দুল গনি ধরেন। তিনি জানান, রিকশাচালকের নাম আব্বাস (৩৮)। তাঁর বাবার নাম শাহ আলম। বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ চরআনন্দ গ্রামে। 

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা