হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৩ যাত্রী

প্রতিবেদক, ঢামেক

রাজধানীর শেরেবাংলা নগর ন্যাম ভবনের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশা আরোহী তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী এমএ হাসান জানান, ন্যাম ভবনের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারকে ওভারটেক করছিল রিকশাটি। এ সময় সামনের দিক থেকে আসা আরেকটি সাদা রঙের প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন রিকশাচালক ও রিকশার তিন আরোহী। 

হাসান আরও জানান, দেখতে পেয়ে গুরুতর অবস্থায় রিকশাচালককে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আর অন্য পথচারীরা রিকশার আরোহীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাদের কী অবস্থা জানা যায়নি। 

শেরেবাংলানগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, ন্যাম ভবনের সামনের সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক ঢাকা মেডিকেলে মারা গেছেন। রিকশা আরোহী আরও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। সে বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

রিকশাচালকের সঙ্গে থাকা সেলফোনে কল করা হলে তাঁর স্ত্রীর বড় ভাই হাফেজ আব্দুল গনি ধরেন। তিনি জানান, রিকশাচালকের নাম আব্বাস (৩৮)। তাঁর বাবার নাম শাহ আলম। বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ চরআনন্দ গ্রামে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ