হোম > সারা দেশ > মাদারীপুর

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৬

মাদারীপুর প্রতিনিধি

ডিবি পরিচয়ে মাদারীপুরের টেকেরহাট বন্দর থেকে ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেয়। মাঝপথে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে অডিও বার্তা পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে মাইক্রোবাসসহ ছয় অপহরণকারীকে আটক করে। এ সময় অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজৈর থানায় মামলার পর আজ বুধবার আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন–পিরোজপুরের কাউখালী উপজেলার ডুমজুরি গ্রামের সোহেল হাওলাদার (৩২), একই গ্রামের তালেব খান (২৯), সবুজ গাজী (৪০), চিলপাড়া গ্রামের মিরাজ শরীফ (৩৫), বড় বিড়ালঝুড়ি গ্রামের খাইরুল ইসলাম হাওলাদার (৩৮), পাড় সাতুরিয়া গ্রামের রুবেল খলিফা (৪৫)। 

আজ (বুধবার) মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিষয়টি সাংবাদিকদের জানান জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। 

এ সময় তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী কাজল ভূঁইয়া মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে পাইকারি কাপড় কিনতে আসেন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে। বাসস্ট্যান্ড থেকে নেমে বন্দরে প্রবেশের সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তোলা হয় ওই ব্যবসায়ীকে। পরে তাকে মারধর করা হয়। 

একপর্যায়ে মোবাইল ফোনে অডিও বার্তা পাঠিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খবর পেয়ে গোলাপগঞ্জের মুকসুদপুরের দক্ষিণ গঙ্গারামপুর এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। অপহরণকারী চক্রের ছয় সদস্যকে আটকের পাশাপাশি ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি ডিবি পরিচয়ে ছিনতাই ও অপহরণের কাজে লিপ্ত। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও আছে। প্রাথমিক পর্যায়ে ছয়জন আটক হলেও এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।’ 

ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী কাজল ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘টেকেরহাট বন্দর থেকে আমাকে ডিবি পরিচয়ে তারা মাইক্রোবাসে তুলে নেয়। আমি চিৎকার করলে আমাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয় অপহরণকারী চক্রের সদস্যরা। আমি মাইক্রোবাসের মধ্যে আতঙ্কে ছিলাম। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন