হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম: এনসিপি জেলা ও উপজেলা কমিটি স্থগিত

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি