হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক পদে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে বর্তমান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানকে বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধানের পদটি আগে ছিল পরিচালক পদমর্যাদার। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে উন্নীত করে। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে নিয়োগ পান বিমানবাহিনীর উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-উল আহসান। পরবর্তী সময়ে তিনি বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পান।