হোম > সারা দেশ > ঢাকা

কাপ্তানবাজার সুইপারপট্টিতে আগুন: দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাপ্তানবাজারে সুইপারপট্টিতে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে জয়কালী মন্দিরসংলগ্ন এই বস্তিতে আগুন লাগে।

দগ্ধরা হলেন গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দগ্ধদের তথ্য নিশ্চিত করে বলেন, ‘সুইপারপট্টিতে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়ে আমাদের এখানে ভর্তি আছেন। তাঁদের অবস্থা সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। পরে জানাতে পারব।’ 

এর আগে রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে রাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০টি টিনশেড ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে রান্নার গ্যাস থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে রাতেই প্রেস ব্রিফিং করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সবগুলো ঘর ছিল টিনের। এসব ঘরের আশপাশে রান্নার কাজের জন্য প্রচুর কাঠ রাখা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এটা মাথায় রেখে আমরা কাজ করেছি। আগুনে মেয়র হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব স্থান আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি