হোম > সারা দেশ > ঢাকা

আমরাও সম্মুখ যোদ্ধা, করোনায় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি

প্রতিনিধি, গুলশান-বাড্ডা (ঢাকা) 

'পুলিশ, সাংবাদিক ও ডাক্তারের মতো আমরাও সম্মুখ যোদ্ধা। এই মহামারি করোনায় আমরাও জীবনের ঝুঁকি নিয়া মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি'। কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে কাঁচাবাজার নিয়ে আসা রহিম বাদশা নামের একজন সবজি ব্যবসায়ী। 

আজ সোমবার সকালে কথা হয় উত্তর বাড্ডা বাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের সঙ্গে। 

ব্যবসায়ী রহিম বাদশা বলেন, `দেশে যখন থেকে লকডাউন চলছে তখনো এমনকি এখনো আমরা কাঁচামাল ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে নানান জায়গা ঘুরে ঘুরে কাঁচাবাজার সংগ্রহ করছি। সেগুলো রাজধানীতে নিয়ে বিক্রি করে কিছু টাকা লাভের পাশাপাশি মানুষের খাবারের চাহিদার জোগান দিচ্ছি। এগুলোও তো কোনো অংশে কম না। সমাজে পুলিশ, ডাক্তার, সাংবাদিকের পাশাপাশি করোনাকালীন সময়ে আমরাও অবদান রাখছি।' 

উত্তর বাড্ডা বাজারের কাঁচাবাজার খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী জানান, এই ব্যবসায়ীদের কারণে তাঁরা সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। যা অর্থনীতির চাকা ধরে রাখার পাশাপাশি বাজারের ক্রেতাদেরও সবজির নিত্য চাহিদা পূরণ করছে। 

উত্তর বাড্ডায় বাজার করতে আসা বীর সাহাবি নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য পণ্যের মতো কাঁচাবাজার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এমতাবস্থায় প্রতিদিন টাটকা কাঁচাবাজারের চাহিদা পূরণ করায় এ জাতীয় ব্যবসায়ীদেরকেও করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন