হোম > সারা দেশ > ঢাকা

আমরাও সম্মুখ যোদ্ধা, করোনায় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি

প্রতিনিধি, গুলশান-বাড্ডা (ঢাকা) 

'পুলিশ, সাংবাদিক ও ডাক্তারের মতো আমরাও সম্মুখ যোদ্ধা। এই মহামারি করোনায় আমরাও জীবনের ঝুঁকি নিয়া মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি'। কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে কাঁচাবাজার নিয়ে আসা রহিম বাদশা নামের একজন সবজি ব্যবসায়ী। 

আজ সোমবার সকালে কথা হয় উত্তর বাড্ডা বাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের সঙ্গে। 

ব্যবসায়ী রহিম বাদশা বলেন, `দেশে যখন থেকে লকডাউন চলছে তখনো এমনকি এখনো আমরা কাঁচামাল ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে নানান জায়গা ঘুরে ঘুরে কাঁচাবাজার সংগ্রহ করছি। সেগুলো রাজধানীতে নিয়ে বিক্রি করে কিছু টাকা লাভের পাশাপাশি মানুষের খাবারের চাহিদার জোগান দিচ্ছি। এগুলোও তো কোনো অংশে কম না। সমাজে পুলিশ, ডাক্তার, সাংবাদিকের পাশাপাশি করোনাকালীন সময়ে আমরাও অবদান রাখছি।' 

উত্তর বাড্ডা বাজারের কাঁচাবাজার খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী জানান, এই ব্যবসায়ীদের কারণে তাঁরা সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। যা অর্থনীতির চাকা ধরে রাখার পাশাপাশি বাজারের ক্রেতাদেরও সবজির নিত্য চাহিদা পূরণ করছে। 

উত্তর বাড্ডায় বাজার করতে আসা বীর সাহাবি নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য পণ্যের মতো কাঁচাবাজার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এমতাবস্থায় প্রতিদিন টাটকা কাঁচাবাজারের চাহিদা পূরণ করায় এ জাতীয় ব্যবসায়ীদেরকেও করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ