হোম > সারা দেশ > ঢাকা

আমরাও সম্মুখ যোদ্ধা, করোনায় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি

প্রতিনিধি, গুলশান-বাড্ডা (ঢাকা) 

'পুলিশ, সাংবাদিক ও ডাক্তারের মতো আমরাও সম্মুখ যোদ্ধা। এই মহামারি করোনায় আমরাও জীবনের ঝুঁকি নিয়া মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি'। কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে কাঁচাবাজার নিয়ে আসা রহিম বাদশা নামের একজন সবজি ব্যবসায়ী। 

আজ সোমবার সকালে কথা হয় উত্তর বাড্ডা বাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের সঙ্গে। 

ব্যবসায়ী রহিম বাদশা বলেন, `দেশে যখন থেকে লকডাউন চলছে তখনো এমনকি এখনো আমরা কাঁচামাল ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে নানান জায়গা ঘুরে ঘুরে কাঁচাবাজার সংগ্রহ করছি। সেগুলো রাজধানীতে নিয়ে বিক্রি করে কিছু টাকা লাভের পাশাপাশি মানুষের খাবারের চাহিদার জোগান দিচ্ছি। এগুলোও তো কোনো অংশে কম না। সমাজে পুলিশ, ডাক্তার, সাংবাদিকের পাশাপাশি করোনাকালীন সময়ে আমরাও অবদান রাখছি।' 

উত্তর বাড্ডা বাজারের কাঁচাবাজার খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী জানান, এই ব্যবসায়ীদের কারণে তাঁরা সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। যা অর্থনীতির চাকা ধরে রাখার পাশাপাশি বাজারের ক্রেতাদেরও সবজির নিত্য চাহিদা পূরণ করছে। 

উত্তর বাড্ডায় বাজার করতে আসা বীর সাহাবি নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য পণ্যের মতো কাঁচাবাজার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এমতাবস্থায় প্রতিদিন টাটকা কাঁচাবাজারের চাহিদা পূরণ করায় এ জাতীয় ব্যবসায়ীদেরকেও করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া