হোম > সারা দেশ > ঢাকা

আমরাও সম্মুখ যোদ্ধা, করোনায় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি

প্রতিনিধি, গুলশান-বাড্ডা (ঢাকা) 

'পুলিশ, সাংবাদিক ও ডাক্তারের মতো আমরাও সম্মুখ যোদ্ধা। এই মহামারি করোনায় আমরাও জীবনের ঝুঁকি নিয়া মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি'। কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে কাঁচাবাজার নিয়ে আসা রহিম বাদশা নামের একজন সবজি ব্যবসায়ী। 

আজ সোমবার সকালে কথা হয় উত্তর বাড্ডা বাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের সঙ্গে। 

ব্যবসায়ী রহিম বাদশা বলেন, `দেশে যখন থেকে লকডাউন চলছে তখনো এমনকি এখনো আমরা কাঁচামাল ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে নানান জায়গা ঘুরে ঘুরে কাঁচাবাজার সংগ্রহ করছি। সেগুলো রাজধানীতে নিয়ে বিক্রি করে কিছু টাকা লাভের পাশাপাশি মানুষের খাবারের চাহিদার জোগান দিচ্ছি। এগুলোও তো কোনো অংশে কম না। সমাজে পুলিশ, ডাক্তার, সাংবাদিকের পাশাপাশি করোনাকালীন সময়ে আমরাও অবদান রাখছি।' 

উত্তর বাড্ডা বাজারের কাঁচাবাজার খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী জানান, এই ব্যবসায়ীদের কারণে তাঁরা সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। যা অর্থনীতির চাকা ধরে রাখার পাশাপাশি বাজারের ক্রেতাদেরও সবজির নিত্য চাহিদা পূরণ করছে। 

উত্তর বাড্ডায় বাজার করতে আসা বীর সাহাবি নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য পণ্যের মতো কাঁচাবাজার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এমতাবস্থায় প্রতিদিন টাটকা কাঁচাবাজারের চাহিদা পূরণ করায় এ জাতীয় ব্যবসায়ীদেরকেও করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক