হোম > সারা দেশ > ঢাকা

আমরাও সম্মুখ যোদ্ধা, করোনায় মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি

প্রতিনিধি, গুলশান-বাড্ডা (ঢাকা) 

'পুলিশ, সাংবাদিক ও ডাক্তারের মতো আমরাও সম্মুখ যোদ্ধা। এই মহামারি করোনায় আমরাও জীবনের ঝুঁকি নিয়া মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছি'। কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে কাঁচাবাজার নিয়ে আসা রহিম বাদশা নামের একজন সবজি ব্যবসায়ী। 

আজ সোমবার সকালে কথা হয় উত্তর বাড্ডা বাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের সঙ্গে। 

ব্যবসায়ী রহিম বাদশা বলেন, `দেশে যখন থেকে লকডাউন চলছে তখনো এমনকি এখনো আমরা কাঁচামাল ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে নানান জায়গা ঘুরে ঘুরে কাঁচাবাজার সংগ্রহ করছি। সেগুলো রাজধানীতে নিয়ে বিক্রি করে কিছু টাকা লাভের পাশাপাশি মানুষের খাবারের চাহিদার জোগান দিচ্ছি। এগুলোও তো কোনো অংশে কম না। সমাজে পুলিশ, ডাক্তার, সাংবাদিকের পাশাপাশি করোনাকালীন সময়ে আমরাও অবদান রাখছি।' 

উত্তর বাড্ডা বাজারের কাঁচাবাজার খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী জানান, এই ব্যবসায়ীদের কারণে তাঁরা সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। যা অর্থনীতির চাকা ধরে রাখার পাশাপাশি বাজারের ক্রেতাদেরও সবজির নিত্য চাহিদা পূরণ করছে। 

উত্তর বাড্ডায় বাজার করতে আসা বীর সাহাবি নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য পণ্যের মতো কাঁচাবাজার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এমতাবস্থায় প্রতিদিন টাটকা কাঁচাবাজারের চাহিদা পূরণ করায় এ জাতীয় ব্যবসায়ীদেরকেও করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু