হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে ওয়াটার বাস, ৩ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।

তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’

কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।

ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। 

সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য