হোম > সারা দেশ > ঢাকা

মকবুলের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিএনপির নেতা মকবুল হোসেন সরদারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাঁর এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মকবুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এর আগে সকাল সাড়ে ১০টায় তাঁকে আদালতে আনা হয়। মকবুলকে রাখা হয় কোর্ট হাজতখানায়। 

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (এসআই) শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মকবুলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। একটু পরই শুনানি হবে।’ 

এর আগে গতকাল শুক্রবার বিএনপির নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দায়ের করা মামলায় তিনি এক নম্বর আসামি। মকবুল বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি। 

গত সোমবার রাত ১২টার দিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন দিনভর সংঘর্ষ চলে ওই এলাকার ব্যবসায়ী, দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনায় এখন পর্যন্ত নাহিদ হোসেন ও মোহাম্মদ মোরসালিন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৪০ জন। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১