হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, ২ বখাটে আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

গ্রেপ্তার বখাটেরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় দুই বখাটে তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন শিবালয় উপজেলার নারায়ণ তেওতার ওয়াব মোল্লার ছেলে সোহাগ (১৯) এবং ইদ্রিস মোল্লার ছেলে রবিউল হোসেন (১৮)।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী তেওতা একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। ১৩ জুন বিকেলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সজিব (১৮) ও তাঁর কয়েকজন সহযোগী শিক্ষার্থীর পথরোধ করে তার পরনের ওড়না ও হাত ধরে টানাটানি করেন। পরদিন সন্ধ্যায় সজিব ভুক্তভোগীর বাড়ির সামনে এসে নানাভাবে উচ্ছৃঙ্খলতা শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১৫ জুন উচ্ছৃঙ্খল সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ এজাহারভুক্ত দুজনকে আজ সোমবার আটক করে।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি