রাজধানীর দক্ষিণখানে দেয়াল ধসে মো. ইয়ামিন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান চালাবনের বালুর মাঠের পঞ্চম শিশু মৃত্যু নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশু ময়মনসিংহের নান্দাইল উপজেলার চড় চিরামপুর গ্রামের সোহাগের ছেলে। দক্ষিণখানের চালাবনে একটি ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে ভাড়া থাকত ওই শিশু।
স্থানীয়রা জানান, শিশুটি একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় ভবনের বাউন্ডারির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে শিশুটি দেয়াল চাপা পরে মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে অনেক লোকজন রয়েছে। আমি এখন লেখালেখি নিয়ে ব্যস্ত আছি। তাই কথা বলতে পারছি না।’
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘দেয়াল ধসে শিশুর মৃত্যুর ঘটনায় আমি ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’
অপরদিকে পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, ‘একটি ভবনের বাউন্ডারির ওয়াল ধসে শিশুটি মারা গেছে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। ঘটনাস্থলে ওসি স্যার আছেন।’