হোম > সারা দেশ > ঢাকা

৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালন করবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ৮ আগস্ট সরকারের ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার প্রতিবাদে সারা দেশে একই দিনে ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দিনটি হলো জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনহানি ও বিপ্লব বেহাত হওয়ার দিন।

আজ শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ‘৮ আগস্ট যদি সরকার ‘‘নতুন বাংলাদেশ দিবস’’ পালন করে, তাহলে আমরা তা প্রতিরোধ করে সারা দেশে বিপ্লব বেহাত দিবস পালন করব।’

সংবাদ সম্মেলনে জুলাই সনদ আদায়ে আগামী ১ জুলাই (মঙ্গলবার) শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দেন হাদি। এই কর্মসূচিতে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অংশ নেবে বলে জানান তিনি।

হাদি অভিযোগ করে বলেন, ‘আমরা জাতীয় সরকার গঠনের পথে ছিলাম। কিন্তু কিছু উপদেষ্টা ও রাষ্ট্রের একাংশ আমাদের শহীদ মিনার থেকে ডেকে নিয়ে রাষ্ট্রপতির অধীনে নতুন সরকারের শপথ করিয়েছিল। তাদের এক্সপোজ করতে হবে। তাদের কারণেই ৮ আগস্ট আমাদের বিপ্লব বেহাত হয়েছে।’

হাদি বলেন, ‘৫ আগস্টের পর আর কোনো দিবস রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য নয়। এরপর কিছু ঘোষণার চেষ্টা করা হলে আমরা প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও সচিবালয়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি করব।’

শরীফ ওসমান হাদি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়, তাদের প্রথম দায়বদ্ধতা জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি।’

এ ছাড়া ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ না করে সেটিকে ‘সর্বজনীন শহীদ দিবস’ হিসেবে পালনের দাবিও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান