হোম > সারা দেশ > ঢাকা

সেফটি অডিট সনদপ্রাপ্তির প্রস্তুতি নিচ্ছে এয়ার এ্যাস্ট্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ফ্লাইট কার্যক্রম শুরুর আগে থেকেই বিশ্বমানের আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্তির প্রস্তুতি শুরু করেছে বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। গত সোমবার ৫ দিনব্যাপী আইওএসএ এয়ারলাইন অডিটর ট্রেনিং, মডিউল-১ প্রশিক্ষণ শুরুর মধ্য দিয়ে এয়ার এ্যাস্ট্রা আইওএসএ এর সনদপ্রাপ্তির উদ্যোগ গ্রহণ করে। এয়ারলাইনসটির নিজস্ব ট্রেনিং সেন্টারে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ইনস্ট্রাক্টর লুইস রামোস আলভেসের অধীনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার এয়ার এ্যাস্ট্রার জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইওএসএ এয়ারলাইন অডিটর প্রশিক্ষণটিতে মোট ১৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে আছেন এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, ফ্লাইট পরিচালনা পরিচালক ক্যাপ্টেন ফরহাত জামিল, প্রকৌশল পরিচালক গাজী মাহমুদ ইকবাল, কোয়ালিটি এ্যাসিউরেন্স প্রধান মো. শফিকুল আলম, গ্রাউন্ড অপারেশন মহাব্যবস্থাপক জাফর উজ্জামান, ফ্লাইট সেফটি প্রধান ক্যাপ্টেন খালিদ শামস্ ও এয়ারলাইন সিকিউরিটি মহাব্যবস্থাপক হাসিব উল আলম প্রমুখ। 

আইএটিএ অপারেশনাল সেফটি অডিট একটি বিশ্বমানের মানদণ্ড নিরূপণ অডিট যা এয়ারলাইনসের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে। বিশ্বের সকল বৃহৎ এয়ারলাইনস কোম্পানি (এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস ও প্রভৃতি) আইওএসএ সনদপ্রাপ্তির মাধ্যমে তাদের নিরাপদ ও সুরক্ষিত ফ্লাইট পরিচালনা নিশ্চিত করে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা পরবর্তী অনিবার্য পরিস্থিতির কারণে এয়ারক্রাফট সংগ্রহে বিলম্ব হলেও সেটা কাটিয়ে উঠে এ বছর সেপ্টেম্বর নাগাদ ৩টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ