হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ চতুর্থ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, (গাজীপুর) 

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকায় গতকাল সোমবার দুপুরে তুরাগ নদের শাখা নদীর পানিতে গোসল করতে নেমে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ চার স্কুলছাত্রীর মধ্যে তিনজনের মরদেহ গতকাল সোমবারই উদ্ধার করা হয়। নিখোঁজ অপর স্কুলছাত্রীর মরদেহ আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম রিয়া আক্তার। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার ছাত্রী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও অপর স্কুলছাত্রীর খোঁজ না মেলায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার অভিযান চালানোর একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই শ মিটার দূরে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। 

প্রসঙ্গত, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে চারজনই পানির স্রোতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে চেষ্টা শুরু করে। 

উল্লেখ্য, গতকাল সোমবার মৃত অবস্থায় উদ্ধার হওয়া তিন ছাত্রী হলেন-পাইনশাইল এলাকার সোলেমানের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৪), হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), একই এলাকার মো. মঞ্জুর আলমের মেয়ে মায়া আক্তার (১৫)। এদের মধ্যে আইরিন গাছ পুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট