হোম > সারা দেশ > ঢাকা

সাভারে রাতের আঁধারে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে স্থাপনা নির্মাণ, আটক ৪ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের। 

গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)। 

তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’ 

জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’ 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ