কবরস্থানে বিদ্যুতের তার ও বাল্ব চুরি করতে ঢুকে নরসিংদীর কাউরিয়াপাড়ায় হৃদয় মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আজ শুক্রবার কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
হৃদয় মিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় হৃদয় মিয়া (২৩) কবরস্থানের ভেতরে বৈদ্যুতিক বাল্ব ও তার চুরি করার জন্য ঢুকে। এ সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভেতরে শিশুরা খেলতে গিয়ে লাশটি দেখতে পায়।
পরে কবরস্থানের নিরাপত্তাকর্মী বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হৃদয় মিয়া একজন মাদকসেবী, বিভিন্ন সময় তিনি নেশার টাকা জোগাতে চুরি করতেন। তাঁর নামে সদর মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে।’
কামরুজ্জামান আরও বলেন, ‘হৃদয় গত সোমবার জেল থেকে ছাড়া পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।’