হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে ২ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এ ঘটনায় করা মামলা তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে বন্দরের স্কুল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন দেবাশিষ চন্দ্র দাস (২১) ও আল আমিন (২০)। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষযটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী স্কুলছাত্রী (১৩) তার নানার বাড়িতে আসা-যাওয়ার সময় অভিযুক্ত দেবাশিষ চন্দ্র দাস বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত ১১ জুলাই সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার নানার বাড়িতে যাওয়ার সময় ওই যুবক তাকে একা পেয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যান। পরে জামাইপাড়া এলাকায় নিয়ে সহযোগী আল আমিনের সহায়তায় ধর্ষণ করেন।’ 

মঙ্গলবার বিষয়টি জানতে পেরে মধ্যরাতে অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে উভয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আজ দুপুরের দিকে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তার পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন