হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে ২ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এ ঘটনায় করা মামলা তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে বন্দরের স্কুল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন দেবাশিষ চন্দ্র দাস (২১) ও আল আমিন (২০)। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষযটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী স্কুলছাত্রী (১৩) তার নানার বাড়িতে আসা-যাওয়ার সময় অভিযুক্ত দেবাশিষ চন্দ্র দাস বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত ১১ জুলাই সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার নানার বাড়িতে যাওয়ার সময় ওই যুবক তাকে একা পেয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যান। পরে জামাইপাড়া এলাকায় নিয়ে সহযোগী আল আমিনের সহায়তায় ধর্ষণ করেন।’ 

মঙ্গলবার বিষয়টি জানতে পেরে মধ্যরাতে অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে উভয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আজ দুপুরের দিকে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তার পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’