হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে ২ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এ ঘটনায় করা মামলা তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে বন্দরের স্কুল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন দেবাশিষ চন্দ্র দাস (২১) ও আল আমিন (২০)। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষযটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী স্কুলছাত্রী (১৩) তার নানার বাড়িতে আসা-যাওয়ার সময় অভিযুক্ত দেবাশিষ চন্দ্র দাস বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত ১১ জুলাই সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার নানার বাড়িতে যাওয়ার সময় ওই যুবক তাকে একা পেয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যান। পরে জামাইপাড়া এলাকায় নিয়ে সহযোগী আল আমিনের সহায়তায় ধর্ষণ করেন।’ 

মঙ্গলবার বিষয়টি জানতে পেরে মধ্যরাতে অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে উভয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আজ দুপুরের দিকে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তার পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার