ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় চলন্ত একটি ক্রেনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্রেনটির চালক আরমান হোসেন জানান, দাউদকান্দি ব্রিজসংলগ্ন বসুরচর এলাকায় একটি টাওয়ার নির্মাণকাজ চলছে। সেখানে মালামাল খালাস করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে মদনপুর এলাকায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে পৌঁছালে ক্রেনে আগুন ধরে যায়। গাড়িটি কোনো রকম থামিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে তিনি নিচে নেমে যান। পরবর্তী সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।