হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ হলে নতুন প্রাধ্যক্ষ 

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাত আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন ৭ প্রাধ্যক্ষরা হলেন শহীদ তাজউদ্দীন আহমদ হলে ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী, শেখ রাসেল হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, শেখ হাসিনা হলে দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ফজিলাতুন্নেছা হলে গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, বীর প্রতীক তারামন বিবি হলে গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং প্রীতিলতা হলে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা। 

অফিস আদেশে সবাইকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে এবং যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। 

অফিস আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শিক্ষকেরা দায়িত্ব পালন করবেন। প্রচলিত নিয়মে সুবিধা ভোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করা যাবে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এসব হলের প্রাধ্যক্ষরা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস