হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ কনস্টেবল হত্যা: গ্রেপ্তার দুই জন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডের এই নির্দেশ দেন।

আসামিরা হলেন শামীম ওরফে সিংটা শামীম ও মো. সুলতান মিয়া। আজ সন্ধ্যার পর দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

অন্যদিকে দুইজনের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। একই সঙ্গে রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত শনিবার পুলিশ কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যার পর রোববার রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন।

এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় বিএনপির শীর্ষ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত