হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পূর্বাচল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচলের ২০ নম্বর সেক্টর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

মামুন ফেনী জেলার সদর থানার ফগদী এলাকার আবুল কালামের ছেলে। রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন। পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন।

রূপগঞ্জ থানা-পুলিশ জানায়, দুপুরে পূর্বাচলের বাসিন্দারা একটি সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুর ২ টায় সবশেষ তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল।

খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। আজ তার লাশ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।

এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর