হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পূর্বাচল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচলের ২০ নম্বর সেক্টর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

মামুন ফেনী জেলার সদর থানার ফগদী এলাকার আবুল কালামের ছেলে। রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন। পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন।

রূপগঞ্জ থানা-পুলিশ জানায়, দুপুরে পূর্বাচলের বাসিন্দারা একটি সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুর ২ টায় সবশেষ তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল।

খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। আজ তার লাশ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।

এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নর্দান ইউনিভার্সিটি শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা