হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, একটা ভোটও কেউ চুরি করতে পারবে না: কাদের সিদ্দিকী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘গত পরশুদিন আমি হোম মিনিস্টারকে (স্বরাষ্ট্রমন্ত্রী) জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, আপনি আমাদের বড় ভাই, দেখবেন একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। আমি তাঁকে বিশ্বাস করেছি।’ 

আজ বুধবার টাঙ্গাইল সখীপুরের বড়চওনা ইউনিয়নের দেবরাজ বাজারে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘কয়েক দিন আগে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় নির্বাচন হয়েছে। ওই সময় নির্বাচন কমিশনার বলেছিলেন–ভোট চুরি হবে না, প্রশাসনও বলেছিল ভোট চুরি হবে না, সেখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার গামছার প্রার্থী বিজয়ী হয়েছে।’ 

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চাইব, আপনারা আমার গামছা মার্কায় ভোট দেন। যদি না দেন; আমি তাহলেও বলব-আমার চাওয়া হচ্ছে ভোটারেরা যেন নিরাপদে ইচ্ছামতো ভোট দিতে পারেন।’ 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীরা নাকি নৌকা মার্কা (প্রতীক) পেলেই জিতে যায়, আমার চাওয়া হচ্ছে–মার্কা পেলেই জেতা যাবে না। কাজ করতে হবে, মানুষকে সম্মান করতে হবে।’ 

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘২০১৮ সালে নির্বাচনে চুরি করার কারণে আমরা আর নির্বাচনে যাই নাই। কিন্তু সেদিন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন–আমি চুরি চাই না, নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার করা হোক এটা আমি তা চাই না। আমি এই কথা বিশ্বাস করেছি। বঙ্গবন্ধু কন্যা আমার বোন শেখ হাসিনা এ কথা বলার পরেও যদি ভোট চুরি হয়, তবে এটি সম্পূর্ণ তাঁর দোষ।’ 

এ সময় পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মিজানুর রহমান, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে বড়চওনা, হাতীবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী দিয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব