হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুর রেলস্টেশনে বিকল ট্রেন, রেলক্রসিং বন্ধ থাকায় দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ব্রেক বিকল হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে রেলক্রসিং বন্ধ থাকায় শ্রীপুর মাওনা-গোসিংগা সড়কের দুই পাশে তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর স্টেশনে এ ঘটনা ঘটে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত সোয়া ৯টা) ট্রেনের ব্রেক সচল হয়নি। 

সরেজমিনে দেখা যায়, এ ঘটনার পর থেকেই রেলক্রসিংয়ে শ্রীপুর-মাওনা-গোসিংগা-রাজাবাড়ী সংযোগ সড়কে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। এতে লাখো যাত্রী গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাচ্ছে। ট্রেনটি সংযোগ সড়কের মাঝামাঝি বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পিকনিক ফেরত বাসসহ অসংখ্য গণপরিবহন। 

সিএনজিচালিত অটোরিকশাযাত্রী আফাজ মিয়া বলেন, কাপাসিয়ায় যেতে মাওনা থেকে এসে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সিগন্যালে এক ঘণ্টা ধরে আটকা আছেন তিনি। 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় চাকার ব্রেক বিকল হয়ে গেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলের একটি লাইনে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, জামালপুর কম্পিউটার ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলাচল করছে। ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে ব্রেকের কাজ করার পর ট্রেনটি স্বাভাবিক হলে যথারীতি লাইনে যোগাযোগ চালু হবে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ