হোম > সারা দেশ > ঢাকা

ঈদের দিন গাড়ি চুরি, চক্রের এক সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ঈদুল আজহার দিন রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেপ্তার মো. মানিক চৌধুরী নামের এক ব্যক্তিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মিঠু আহম্মেদ। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ জুন ঈদুল আজহার দিনে ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা ৯ লাখ টাকার একটি পিকআপ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে মানিক চৌধুরীকে গতকাল বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি মানিক চৌধুরী একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল।

গ্রেপ্তারের পর আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয়। অভিযানে চোরাই যাওয়া পিকআপটি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ ধর্মশুর গ্রামের মাদ্রাসা রোডসংলগ্ন পরিত্যক্ত বাছেদ সরকার কিন্ডারগার্টেনের সামনে থেকে উদ্ধার করা হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ