৬৪টি জেলার লিগ্যাল এইড অফিসারদের কার্যক্রমে গতি আনতে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারকে এর প্রদান করা হয়েছে। আর এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) ফারাহ্ মামুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে অধস্তন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণে ৮টি বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে দিয়ে আটটি মনিটরিং কমিটি গঠন করা হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নেওয়ার পরপরই আটটি মনিটরিং কমিটি গঠন করেন।