আপিল বিভাগের আদেশ সত্ত্বেও জাপানি দুই শিশুর সঙ্গে বাবা ইমরান শরীফকে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করে ইমরান শরীফ ও তাঁর আইনজীবী মোস্তাক আহমেদ এই অভিযোগ করেন।
মোস্তাক আহমেদ বলেন, দুই শিশুকে সঠিকভাবে স্কুলেও যেতে দেওয়া হচ্ছে না। এতে আদালতের আদেশ লঙ্ঘিত হচ্ছে।
আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ডা. নাকানো এরিকো ইমরান শরীফের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এই মামলায় আগাম জামিন নেওয়া হয়েছে। তবে তিনি মামলা না করে কোনো অভিযোগ থাকলে আদালতকে জানাতে পারতেন।
এ সময় ইমরান শরীফ বলেন, শিশুরা ভ্যাকসিন নেয়নি। তাই এখন হোটেলে থাকার কারণে তারা করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই ইমরান শরীফের সঙ্গে চুক্তিকৃত ফ্ল্যাটে এসে থাকার জন্য নাকানোর প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: