হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

(ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শপথ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত কিশোর মো. নাজমুল আকন্দ (১৭) মারা গেছে। দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

গত ১৭ এপ্রিল ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয় সে। নাজমুল ভূঞাপুর উপজেলার পুংলীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

১৭ এপ্রিল ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ শেষে টাঙ্গাইল থেকে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চেয়ারম্যানের সমর্থক রেজাউল করিম (২৪) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন অপর দুই সমর্থক। গুরুতর আহত হয় নাজমুল ও চণ্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম তালুকদার (১৮)। 

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা জানান, ১৭ এপ্রিল শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কালিহাতীর পুংলি ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে একজন মারা যান এবং দুজন আহত হন। এদের মধ্যে শামীম তালুকদার চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাজমুল আকন্দ দীর্ঘ দুই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। 

উল্লেখ্য, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১১২ দিন পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা শপথ গ্রহণ করেন। ১৭ এপ্রিল টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১