হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তন্ময় প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তন্ময় ভাই ভাই সিনেমা হল সংলগ্ন এলাকায় তালুকদার ভিলা নামের ৪ তলা ভবনের ছাদে কাঁচা বাঁশের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বেঁধে টাঙাতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশের সংস্পর্শ হয়। এতে স্কুলছাত্র তন্ময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুর রাজ্জাক (বাবু) আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নেওয়ার পথেই তন্ময়ের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

ক্রীড়া সংগঠক টাইগার নজরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। ওই উন্মাদনা থেকেই এসব দুর্ঘটনা ঘটে।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ