হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তন্ময় প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তন্ময় ভাই ভাই সিনেমা হল সংলগ্ন এলাকায় তালুকদার ভিলা নামের ৪ তলা ভবনের ছাদে কাঁচা বাঁশের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বেঁধে টাঙাতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশের সংস্পর্শ হয়। এতে স্কুলছাত্র তন্ময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুর রাজ্জাক (বাবু) আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নেওয়ার পথেই তন্ময়ের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

ক্রীড়া সংগঠক টাইগার নজরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। ওই উন্মাদনা থেকেই এসব দুর্ঘটনা ঘটে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন