হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের ৩ দিন পর বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিন দিন পর ঝর্ণা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝর্ণা বেগম ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার খোকন বিশ্বাসের স্ত্রী। ঝর্ণা বেগম শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বাবার বাড়িতে স্বামী খোকন বিশ্বাসকে নিয়ে থাকতেন ঝর্ণা বেগম। এর আগে তাঁর আরও একাধিক বিয়ে হয়। সেখানে দুই সন্তান রয়েছে। তবে আগের সংসার ভেঙে যায় তাঁর। পরে কাজের সূত্র ধরেই পরিচয় হয় খোকন বিশ্বাসের সঙ্গে। তাঁর সঙ্গে বিয়ের বিয়ের পরেই বাবার বাড়িতেই থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারধর চলত পরস্পরের মধ্যে।

এদিকে গত মঙ্গলবার থেকে ঝর্ণা বেগম নিখোঁজ হন। এর পর থেকে তাঁর পরিবার খোঁজ করতে থাকেন। এরপর আজ বাড়ির পাশের বাঁশবাগান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঝর্ণার অর্ধগলিত মরদেহের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে। এদিকে কয়েক দিন ধরেই স্বামী খোকনের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে নিহতের পরিবার জানান।

নিহতের ছেলে শফিকুল বলেন, ‘আমি ঢাকা থাকি। এদিকে খোকন বিশ্বাস কয়েক দিন ধরে পলাতক রয়েছেন। আমি মায়ের হত্যার বিচার চাই।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে থেকে মরদেহটি ওখানে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছি। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব