হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা স্মরণীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নগুয়া এলাকার পাপ্পু (২৭), একই এলাকার মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মো. মারজান (২১)।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্মরণীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য পাপ্পু, মামুন ও মারজানকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন। তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ছিনতাইয়ের বলেও স্বীকার করেন। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, পাপ্পু একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আর মামুন ও মারজান একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির