হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা স্মরণীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নগুয়া এলাকার পাপ্পু (২৭), একই এলাকার মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মো. মারজান (২১)।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্মরণীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য পাপ্পু, মামুন ও মারজানকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন। তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ছিনতাইয়ের বলেও স্বীকার করেন। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, পাপ্পু একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আর মামুন ও মারজান একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ