হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা স্মরণীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নগুয়া এলাকার পাপ্পু (২৭), একই এলাকার মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মো. মারজান (২১)।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্মরণীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য পাপ্পু, মামুন ও মারজানকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন। তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ছিনতাইয়ের বলেও স্বীকার করেন। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, পাপ্পু একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আর মামুন ও মারজান একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে