হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় সড়কের পাশ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর প্রথম স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিটিউটের পশ্চিম পাশের রাস্তায় থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, দুপুর ১২টার দিকে কে বা কারা হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হয়েছে। 

নিহতের নাম—শারমিন আক্তার (৩০)। ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে মান্নানের মেয়ে। 

বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ 

ওসি জানান, প্রায় ১৫ বছর আগে মনোয়ার নামের একজনের সঙ্গে নিহতের বিয়ে হয়েছিল। ৫ বছর ধরে ধামরাই উপজেলার রতন নামে আরেকজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে এক মাস আগে তাঁরা বিয়ে করে সংসার শুরু করেছিলেন বলে জানা গেছে। 

নিহতের প্রথম স্বামী মনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (শনিবার) বিকেলে শারমিনের সাথে আমার পুনরায় বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনের জবাই করা লাশ রাস্তার পাশে এলাকাবাসী দেখতে পায়। পরে আমরা গিয়ে শারমিনের লাশ শনাক্ত করি। আমি শারমিনের হত্যার বিচার চাই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন