হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে বাসা থেকে ২ বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ কালুনগরের একটি বাসা থেকে প্রতিবন্ধী দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের গলা কাটা এবং অন্যজনের হাত-পায়ের রগ কাটা ছিল। 

গতকাল রোববার দিবাগত রাতে হাজারীবাগ থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতরা হলেন নাসরিন আক্তার (৩০) ও তাঁর বড় বোন জেসমিন আক্তার (৪৪)। তাঁদের বাবার নাম মৃত জামাল হক। বর্তমানে হাজারীবাগ কালুনগর ৬ তলা বাড়িটির তৃতীয় তলায় থাকতেন তাঁরা। 

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসরিনের ডান পায়ের রগ কাটা এবং বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে কাটা জখম আছে। এ ছাড়া জেসমিন আক্তারের গলায় গভীর ক্ষত ছিল। 

তিনি আরও বলেন, তাঁরা দুই বোনই বাক্‌ এবং মানসিক প্রতিবন্ধী। দুজনই অবিবাহিত। তাঁদের বাবা মারা গেছেন। বাসাটিতে মা এবং ভাই নাজির হোসেনের সঙ্গে থাকতেন। রোববার রাতে তাঁর ভাই নাজির বাসার বাইরে ছিলেন। আর মা পাশের রুমে ছিলেন। একপর্যায়ে তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থা দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। 

এসআই বলেন, নাসরিন আক্তারকে স্বজনেরা জীবিত মনে করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে নাসরিনের মরদেহ পাওয়া যায় এবং ওই বাসা থেকেই জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক বোন আরেক বোনকে মেরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু