হোম > সারা দেশ > ঢাকা

ফেরি বন্ধ, ঘাটে যাত্রীদের ঢল

প্রতিনিধি

মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।

এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা