হোম > সারা দেশ > ঢাকা

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরই নতুন টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে জাপানের একটি প্রতিষ্ঠানকে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপানের প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ জানুয়ারি থেকে আলোচনা শুরু হবে। খুব দ্রুত নিগোশিয়েশন শেষ করে চুক্তি করে ফেলব।’

চলতি বছর টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যের কথা জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘থার্ড টার্মিনালে ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। শুধু ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি আছে। মূল ভবনে সিলিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে কাজগুলো শেষ হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা টার্মিনালটির অ্যাপ্রোন এলাকা ব্যবহার শুরু করব।’

এ সময় বেবিচকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের তথ্য তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এই উন্নয়ন কাজগুলোর অধিকাংশই এই বছর শেষ হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা আইএলএস-২ ক্যাটাগরির সুবিধা পাব। বিমান ওঠানামার যে লাইট ফিজিবিলিটি, তারও পুরোপুরি সমাধান হয়ে যাবে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক