হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরী এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (১৯)। তিনি রাজশাহী জেলার বাঘা থানাধীন রাজার মোড় এলাকার আজব খানের ছেলে। তিনি পিরুজালী সড়কঘাটা বাজারে ফ্রিজ মেরামতের মিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তরিকুল মোটরসাইকেল চালিয়ে মনিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর-মনিপুর আঞ্চলিক সড়কের ডগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি স্টার্ট বন্ধ হয়ে আটকে গেলে ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ