হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অসুস্থতা ও হতাশা থেকে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

ছবি: প্রতীকী

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকার একটি বাসায় সামিয়া আক্তার সুগন্ধা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে হতাশাগ্রস্ত ছিল বলে জানিয়েছেন স্বজনেরা।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনেরা দেখতে পেয়ে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা জোর করে মরদেহ বাসায় নিয়ে যান। পরে পুলিশ সংবাদ পেয়ে সকালে বাসা থেকে মরদেহ এনে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সোমবার রাতে কামরাঙ্গীরচরের বাসায় গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা মরদেহ বাসায় নিয়ে যান। বিস্তারিত তদন্ত চলছে।

সামিয়ার খালা রিনা আক্তার জানান, এসএসসি পরীক্ষার্থী ছিল সামিয়া। তার বাবা ডালিম মাসুদ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। সামিয়া মা রুনা ও বড় ভাই অনিকের সঙ্গে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেড়িবাঁধ এলাকায় নানা বিল্লাল হোসেনের বাড়ির ৫ম তলার বাসায় থাকত।

তিনি আরও জানান, গতকাল সামিয়ার মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। রাতে বাসায় ছিল দুই ভাইবোন। রাতে সামিয়াকে রেখে বড় ভাই অনিক বাইরে গিয়েছিলেন। বাসায় ফিরে দরজা খোলার জন্য সামিয়াকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন দেখতে পান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সামিয়া। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল সামিয়া। সে কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক