হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৯৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায় সু-কৌশলে লুকায়িত অবস্থায় ৯৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের সেমি সলিড স্বর্ণসহ নুর হোসেন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

আজ শনিবার বিমানবন্দরের গ্রীণ চ্যানেল থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

আটক নুর হোসেন দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইেট শনিবার সকালে ঢাকা এসেছিলেন। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক (ডিসি) সানজিদা খানম আজকের পত্রিকাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণের বিষয়ে অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে জামা, প্যান্ট, আন্ডার ওয়ারের দুই স্তরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০০৩ গ্রাম সেমি সলিড স্বর্ণ পাওয়া যায়। এসব স্বর্ণ কাপড়ের দুই স্তরে বিশেষ আঠা দিয়ে লাগানো ছিল। এছাড়াও তার কাছ থেকে ২৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। 

ডিসি সানজিদা খানন বলেন, ‘নুর হোসেন চোরাচালানের উদ্দেশ্যেই এসব স্বর্ণ সু-কৌশলে কাপড়ের মাঝে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ও শুল্ক আইনে মামলা করা হয়েছে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট