হোম > সারা দেশ > গাজীপুর

চিকিৎসকের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে ডাকাতদের তছনছ করা কক্ষ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাড়ি আটকে ডাকাতির পর এবার চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। তারা ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এই ডাকাতি হয়।

মোর্শেদুল জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় ওঠে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ার্ডরোবের চাবি নিয়ে নেয়।

মোর্শেদুলের তথ্য অনুযায়ী, ডাকাতেরা পরে ঘরের আসবাব তছনছ করে নগদ দেড় লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি চালায়। যাওয়ার সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে চলন্ত গাড়ি আটকে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের হামলায় এক অটোচালক ও চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্য নিহত হন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা