হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ট্রেনের নিচে পড়ল দুই ‘মদ্যপ’, একজনের মৃত্যু

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে ঢাকাগামী চলন্ত এগারসিন্দুর গোধূলি ট্রেনের নিচে পড়ে একজন নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার ১টা ৪৮ মিনিটের দিকে বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম—ফেকু রাজবন (৮০)। গুরুতর আহত ব্যক্তি হলেন—গেন্দু রাজবন (৫৫)। দুর্ঘটনায় তাঁর একটি পা কাটা গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

তাঁরা দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা এবং তারা মদ্যপ অবস্থায় রেল লাইনের ওপর ঘোরাঘুরি করছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, সরারচর রেললাইন ধরে হাঁটছিলেন দুই ব্যক্তি। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলী ট্রেনের ছুটে আসছিল। দূর থেকে হুইসিল বাজানো হলেও তারা ভ্রুক্ষেপ করেননি। এদিকে বিপদ বুঝতে পেরে একটানা হুইসিল বাজিয়ে যাচ্ছিলেন ট্রেনচালক। কাছাকাছি চলে আসার পর হঠাৎ করেই ট্রেনের ঠিক সামনে ঢুকে পড়েন ওই ওই দুজন। এ সময় ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন তাঁরা। 

পুরো দৃশ্যটি আগে থেকেই মোবাইল ফোনে ধারণ করছিলেন একজন যাত্রী। 

পরে আশঙ্কাজনক অবস্থায় ফেকু রাজবনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত গেন্দু রাজবনের  একটি পা দ্বিখণ্ডিত হয় এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

সরারচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। তবে শুনেছি দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা এবং তারা মদ্যপ অবস্থায় রেল লাইনের ওপর ঘোরাঘুরি করছিল। এমন সময় এগারসিন্দুর গোধূলী ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা