হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগে গেজেটভুক্ত করার দাবি ৪৩ বিসিএসের বঞ্চিতদের

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে গেজেট বঞ্চিতরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের আগে গেজেটভুক্ত করার এবং যোগদান নিশ্চিতের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত অফিসাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।

মানববন্ধনে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার সৈকত বিশ্বাস বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জানুয়ারির শুরুতেই আমরা পুনরায় আবেদন করেছি। কিন্তু তারপর আড়াই মাস চলে গেল। এত দিনে আর কোনো ফল পাইনি। আমরা এই মানববন্ধন থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন দ্রুত আমাদের গেজেট প্রকাশ এবং যোগদান নিশ্চিত করা হয়।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার আফসানা পারভীন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের দুই-তিন কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের আশা দেখিয়েছিল। তারা বলেছিল, তিন ধরনের অপরাধে অভিযুক্তদের ছাড়া সবাইকে অন্তর্ভুক্ত করবেন। ফৌজদারি, রাষ্ট্রদ্রোহিতা ও বিশ্ববিদ্যালয় বহিষ্কারাদেশ—এ তিন অপরাধে অপরাধীদের ছাড়া সবাইকে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমরা আশা নিয়ে ছিলাম। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। আমরা এই ঈদটা মনের আনন্দ নিয়ে উদ্‌যাপন করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা কোনো আন্দোলন করছি না। কর্তৃপক্ষকে মনে করিয়ে দিচ্ছি। অনেক দিন তারা আমাদের আশা দিয়ে রেখেছে। সেই আশা পূরণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি।’

মানববন্ধনে গেজেট-বঞ্চিত ক্যাডারদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘বৈষম্যের ঠাঁই নাই, ইদের আগে গেজেট চাই’, ‘গেজেটেই যুক্তি, গেজেটেই মুক্তি’, ‘আর নয় সময়ক্ষেপণ, চাই গেজেটের বাস্তবায়ন’, ‘গেজেট এবার না দিলে, ইদ হবে চত্বরে’ ইত্যাদি লেখা দেখা যায়।

গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার