হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। আজ মঙ্গলবার সকালে ঘাটাইল-ভূঞাপুর সড়কে উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন।

নিহত শ্রমিকের নাম সোহাগ মিয়া (২৫)। তিনি বাক্‌প্রতিবন্ধী এবং উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। আহতরা হলেন হাকিম উদ্দিন (৩৫), আরশেদ আলী (৫৫), রিপন মিয়া (৩৫), আব্দুল বাছেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫২)। আহত সবার বাড়িও উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল নয়টায় ছয়জন নির্মাণশ্রমিক কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে ভ্যানে ঘাটাইলে যাচ্ছিলেন। ঘাটাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকার পৌঁছালে একটি বালুভর্তি ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যান। এ ঘটনায় ভ্যানের অপর পাঁচজন যাত্রী আহত হন। 

ঘাটাইল থানার এসআই মো. হাফিজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির