আজ শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করা হয়। এমনকি ফেসবুকে একটি প্রশ্নপত্রের ছবিও ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা শেষে দুটি প্রশ্নপত্রের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। অর্থাৎ প্রশ্ন ফাঁসের বিষয়টি ছিল সম্পূর্ণ অসত্য।
শুক্রবার রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা গুজব। এখনো প্রশ্ন ফাঁসের কোনো তথ্য আমরা পাইনি। এরকম কিছু হলে আমাদের ব্যবস্থা নেওয়া আছে। তা-ও আপনারা কোনো তথ্য পেলে আমাদের কন্ট্রোলরুমে জানানোর অনুরোধ রইল।’
জাকির হোসেন আরও বলেন, ‘সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন দফায় এই পরীক্ষা হবে। আজ ৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।’
সারা দেশের ১১টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ বেলা ১১টা থেকে শুরু হয়ে ১২টায় শেষ হয়।