হোম > সারা দেশ > ঢাকা

ইউপি নির্বাচনে চেয়ারম্যানে পদে দাঁড়িয়েছেন ২ প্রার্থীর ছেলেরাও

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে  মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’

আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন