হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ অংশের মহাসড়কের মৌচাক আর নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ হয়। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা না মেধা এবং সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক অংশের বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়নি। 

আন্দোলনরত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি, আমাদের অধিকার চাওয়ায় সহপাঠীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলার বিচার আর আমাদের কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ 

শাকিল নামের একজন বলে, ‘আমরা কোটা বাতিল নয়, সংস্কার চেয়েছি। এতে সন্ত্রাসীরা আমাদের ওপর নির্মম হামলা চালিয়েছে, শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা এখানে আছি। আমাদের কোনো নির্দেশ নেই। দেখা যাক কী হয়।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির