হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ অংশের মহাসড়কের মৌচাক আর নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ হয়। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা না মেধা এবং সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক অংশের বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়নি। 

আন্দোলনরত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি, আমাদের অধিকার চাওয়ায় সহপাঠীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলার বিচার আর আমাদের কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ 

শাকিল নামের একজন বলে, ‘আমরা কোটা বাতিল নয়, সংস্কার চেয়েছি। এতে সন্ত্রাসীরা আমাদের ওপর নির্মম হামলা চালিয়েছে, শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা এখানে আছি। আমাদের কোনো নির্দেশ নেই। দেখা যাক কী হয়।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট