হোম > সারা দেশ > ঢাকা

যানজট নিরসনে রাজধানীর আবদুল্লাহপুরে অভিযান, শতাধিক দোকানপাট উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে যানজট নিরসনে সকাল-সন্ধ্যা অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশ। গতকাল বুধবারের এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

উত্তরার আবদুল্লাহপুর মোড়, আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ত, আবদুল্লাহপুর বেড়িবাঁধ, টঙ্গী ব্রিজ এলাকায় গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এ সময় আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধানসহ অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহপুরের টিআই মো. সালাহ উদ্দীন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়ক ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে অর্ধশতাধিক টং দোকান, ১২-১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড়, জুতার ২০-২৫টি দোকান রয়েছে।’

ফুটপাতের দোকানিদের হুঁশিয়ারি দিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির