হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালীতে ২ বাসের সংঘর্ষ, আহত ১২ যাত্রী

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি জানান, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

যাত্রীদের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালীবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রংপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হয়।

ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রশ্নের উত্তরে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওভারটেকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন