হোম > সারা দেশ > ঢাকা

৫ শতাধিক হজযাত্রীর টাকা নিয়ে উধাও এজেন্সির মালিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে একটি হজ এজেন্সির সামনে বিক্ষোভ করছেন একদল মানুষ। তাঁদের অভিযোগ, ৫৩৮ জনের কাছ থেকে হজের টাকা নিয়ে এজেন্সির মালিক উধাও হয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে পুলিশের দুটি দল। 

আজ বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে ওই এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। 

ওসি নজরুল ইসলাম বলেন, ‘জুরাইন মাজারের পাশের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগে থানা-পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’ 

মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, ‘পাঁচ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেন। তাঁরা যদি প্রতারিত হন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ 

সর্বশেষ তথ্য সম্পর্কে শ্যামপুর থানার ওসি বলেন, ‘এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধু প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট