হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে দগ্ধ আশার মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ‘আশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। সাথে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে আইসিইউতে মারা যান তিনি।’

আশার বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। বিস্ফোরণের শিকার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। 

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের ওই বিস্ফোরণে তিনজন নিহত হন। নিহতরা হলেন তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মানান। তাঁরা ওই ভবনের তৃতীয় তলার লায়রা প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধ হন বেশ কয়েকজন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক