হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে দগ্ধ আশার মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ‘আশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। সাথে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে আইসিইউতে মারা যান তিনি।’

আশার বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। বিস্ফোরণের শিকার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। 

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের ওই বিস্ফোরণে তিনজন নিহত হন। নিহতরা হলেন তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মানান। তাঁরা ওই ভবনের তৃতীয় তলার লায়রা প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধ হন বেশ কয়েকজন।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি