হোম > সারা দেশ > মাদারীপুর

সরকার পালাবার পথ পাবে না, এটা তাদের মামাবাড়ির আবদার: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘তারা বারবার বলে এই সরকার পালাবার পথ পাবে না, এটা তাদের মামাবাড়ির আবদার। শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, শেখ হাসিনাকে জনগণই রক্ষা করবেন।’ 

আজ শনিবার মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শাজাহান খান বলেন, ‘বিএনপির এই আন্দোলন ব্যর্থ হবে। কারণ, জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনেই সফল হয় না। বিগত আন্দোলনগুলোতে তারা যেভাবে মানুষ পুড়িয়ে, পিটিয়ে মেরেছে, সে কথাগুলো বাংলার মানুষ এখনো ভুলে যায়নি, তাই তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

যুব একতা পরিষদের সভাপতি মীর শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হায়দার হোসেন কাজী প্রমুখ।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন