হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৩টায় ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ছোট ভাই মো.শহীদ (৪৫)। চারদিনের ব্যবধানে আজ শনিবার (৩ জুলাই) শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটায় মারা যান বড় ভাই মামুন (৫০)।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল হাসপাতালে গত ২৮ জুন ছোট ভাই মো.শহীদ ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। পরে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন। বড় ভাইয়ের করোনা উপসর্গ দেখা দিলে তিনিও করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্টও পজিটিভ আসে। করোনা পজিটিভ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার (৩ জুলাই) তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই মো.শহীদ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইতালি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আর বড় ভাই মামুন একই বাজারে ওষুধের ব্যবসা করতেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন